বিবর্ণ স্বপ্ন

হালিমা আক্তার ১৬ জানুয়ারি ২০২২, রবিবার, ১২:২৫:১৯পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য

পথে পথে ঘুরে স্বপ্ন কুড়াই

মুঠো মুঠো হাত ভরে,

কিছু স্বপ্ন থেকে যায়

কিছুটা যায় ঝরে।

কিছু স্বপ্ন দিয়ে মালা গাঁথি

কখনো মালাখানি যায় ছিঁড়ে।

ঝরে যাওয়া স্বপ্নগুলো

কখন যেন পথিকের পায়ে পায়ে যায় মিশে।

কিছুটা স্বপ্ন রেখে দেই --

ফ্রেমে বন্দি করে,

অযত্ন অবহেলায় ফ্রেমখানি

একসময় যায় মলীন হয়ে

আমার স্বপ্নগুলো ধুলায় চাপা পড়ে।

কিছুটা স্বপ্ন ছিল অগোচরে

মনের মনি কোটায়,

তাই নিয়ে নাড়া - চাড়া করে

দিন বেশ কেটে যায়।

তৃপ্ত মন মানেনা বারণ

চোখে আঁকে নতুন স্বপ্ন,

ছুটে চলে আবার রঙিন ঘোড়ায় চড়ে

স্বপ্নের খোঁজে ফিরি পথে পথে।

পথিকের পায়ে মিশে যাওয়া স্বপ্ন

পারিনা দু হাতে তুলে নিতে,

স্বপ্নের সাথে মিশে আছে

ধুলো, কাঁদামাটি আর বিষ্টে।

ছিড়ে যাওয়া স্বপ্নের মালা

যায় না নতুন করে গাঁথা,

স্বপ্নের পাপড়িগুলো হয়েছে ফানা ফানা।

ধুলোর আবরণ সরিয়ে

দেখি ফ্রেমখানি,

বিবর্ণ স্বপ্নগুলো আমায় দেখে

যেন হাসে অট্টহাসি।

ছবি- নেট থেকে সংগৃহীত

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ