বিবর্ণ বিরহে

প্রদীপ চক্রবর্তী ১২ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০৭:২৭:২১অপরাহ্ন একান্ত অনুভূতি ১৯ মন্তব্য

বিরহ মলিনে আমি কেঁদেছি যবে,
নিঃসঙ্গতার তাপদাহনলে পুড়েছি তবে।
অন্তরে রেখেছি তোমায় তব বিকশিত বিকাশে,
রজনী কাটাব বলে চাহিয়া আকাশে আকাশে।

ফল্গুর তীরে প্রভাত শিশিরে,
কত শয়নেস্বপনে করেছি বপন মম অন্তর অন্তরে।
দিয়েছ তুমি আমায় কত বেদনার বিধুর,
তুমি অন্যতে করেছ নিজেকে বপন অন্যতে দিয়েছ সুর।

আঁচলের খুঁটে রেখেছ বাঁধিয়া তারে,
আমারে ঠেলিয়া তবে দিয়াছ ঐ দূরে।
প্রিয় বলে ডাকি যবে আকুল প্রাণে,
চিরকুট ফেলিয়া দাও তবে কতনা অভিমানে।

পিব প্রেমবারি যমুনার তীরে,
তোমারি আশায় কাটিয়াছি দিবসরজনী কত প্রহরে।
সকলি ভুলিয়া এসো তবে প্রিয় ঐ নিভৃত কাননে,
সুধাহীন প্রেমে রাখিব প্রিয় তোমায় নয়নে নয়নে।

এসো অভিমান ভুলিয়া এসো হে প্রিয়,
এসো মোর হৃদয় আঙ্গিনায়।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ