বিদ্রোহী পথিক

মাসুদ আলম ২৮ জুন ২০১৫, রবিবার, ০৯:৫০:২৮অপরাহ্ন বিবিধ ৮ মন্তব্য

বিভীষিকা বলে এই তো নিয়ম কানুন,

পারিবেনা তুমি কভুও করিতে লঙ্ঘন।

হাঁদা মূর্খরা আসিয়াছিল
সব ভিখ মাঙ্গিয়াছে প্রান,
এতই যদি প্রতাপ তবে
কর আপনা বলিদান।

পথিক ভাবেনা দ্বিতীয়বার
চারিদিকে আজ ক্ষুধা, কান্না
সব যে ক্লিষ্ট অনাহার
সময় কই তাহার??????

করিয়া নিয়ম ভূ-লুণ্ঠন, ত্যাগীয়া এ সংসার
পথিক বলে রাজপথ কই, বেদনা যে অপার
তবে লও মোর প্রান পিঞ্জিরা
ছিন্ন ভিন্ন করিয়া দাও ধরাতে ছড়িয়া।

উষ্ণ পৃথিবী শীতল হোক,
মোর রক্তস্নানে
পথিক কি আর মানে?????

দাড়িয়েছিলাম হিমবাহে আমি
চারিদিকে ধূ-ধূ সাদা,
তারই মাঝে মোর রক্তের ছোপ
সাদার বুকে কাদা।

তবে লও মোর আঁখিজল,
ধুইয়া মুছিয়া সাফিয়া ফেল
হোক শুভ্র নিটোল।

বিভীষিকা বলে লও হে পথিক
ভাবিয়া বারংবার,
পথিক কি আর মানে
সময় কই তাহার???

মোর আত্মা হবে না মুক্ত
তুমি যতদিন রবে রিক্ত
বিদ্রোহী পথিক ফিরিয়া আসিবে বারংবার,
পথ আটকিয়ো হে কালো
দেখিব পণ তোমার।

মনে রাখিও হে মহাকাল
ঠিক ঠিক
আমি………
বিদ্রোহী পথিক!!!!!!

 

মাসুদ আলম

ফেসবুক প্রোফাইল লিঙ্কঃ https://www.facebook.com/masud.alam.752861

ই-মেইলঃ                      tasfin10@gmail.com

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ