আজ অসুখী এলোকেশী নীলাঞ্জনা

মাসুদ আলম ২৬ আগস্ট ২০১৫, বুধবার, ১২:০০:১৫পূর্বাহ্ন কবিতা মন্তব্য নাই

জানতে চাও কেন?
কেন ফিরে তাকানো পথে আমি একা?
জানতে কি চাও?
কেন নীল নীলাঞ্জনার পথ রক্তে মাখা?

তবে শুনে নাও...কর্ণপাত নয়,
হৃদয়ের রক্তে ভিজিয়ে নাও;
প্রতিটি কারণের অকারণজনিত হুংকারে
আজ না হয় চোখের জল হবে রক্তাবিরে।।নীলাঞ্জনা...হ্যাঁ হ্যাঁ,

সেই সে নীলাঞ্জনা;
নীল শাড়িতে বাঁধভাঙ্গা শ্রাবনের
মাঝে দু হাত ছুড়েএলোকেশে যেই মেয়েটি
চেয়েছিল ভেজা গন্ধ শুকতে।।
ঘৃণ্য সমাজের কলুষিত চোখের সামনেসেই
নীলাঞ্জনাই আজ ধুঁকে ধুঁকে নিঃশেষ;

কি বা দোষ ছিল চঞ্চলা-চপলা দুচোখের কোণে?
কেনই বা রংধনু উদয়ের পূর্বে অস্তাচলে স্বপ্নাবশেষ?

আর আমি...কে ই বা চিনে আমায়?
আমি সেই বৃষ্টিভেজা মেঘ;
রোজ বিকেলে এলোকেশী মেয়ের
চোখে ঠাই হতো যার
আর ফিরবার পথে এক চিলতে হাসির উচ্ছসতা কুড়াতাম।।

এলোকেশী আজ তুমি অসুখী,
ছন্দহীন জল পতনের মত নীরব।
মোহাবেশে পালিয়েছিলে,
আমায় করে গেছ নীলাঞ্জনা.....
রক্তাক্ত পথিক.....

0 Shares

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ