বিদঘুটে স্বপ্নের ঘেরা টোপে

জসীম উদ্দীন মুহম্মদ ২৭ সেপ্টেম্বর ২০১৪, শনিবার, ১২:১৭:২০পূর্বাহ্ন কবিতা ২ মন্তব্য

লাল নীল ঘুম এখন দিত দু চোখের পাতায় চুম
অথচ পরিহাস এক অশুদ্ধ সময়ের
মস্তিষ্কের স্নায়ু কেন্দ্রের বেশুমার হিসাব
কালনিশির মত বড় বেশি বাজে
অলক্ষণে হুতুম পেঁচার ডাক !
চেয়ে আছি এই আজব অন্ধকারের দিকে
চেয়ে আছি এই অসীম শূন্যতার দিকে
আর
মনে মনে ভাবি কেন এত নিষ্ঠুর পরিহাস !
আজ ইচ্ছে পাখি বনেদি সুতোয় মালা গেঁথে
উড়ে যায়
বাঁধন হারার দেশে
সাত সমুদ্দুর পেরিয়ে এক নিমিষে !
অথচ
এখন অকাল সময়ের প্রহরে বন্দি
এক নিরামিষ মন
বিদঘুটে স্বপ্নের ঘেরা টোপে আবদ্ধ এ জীবন !

0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ