বিজয়ের মানবী

প্রদীপ চক্রবর্তী ১২ অক্টোবর ২০১৯, শনিবার, ০২:১৩:৪৩অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য

দুটি-দ্বারে দুটি জনপদ-
একজন বিজয়ী অপরজন মানবী,
দুজন দু-দ্বারে বসিয়া লিখিলেন মানবতার কবিতাখানি।

কালের দ্বারায় দুজন আজ বিভক্ত হয়ে একজন হয়েছেন শাসক,
অন্যজন শোষক।

দুজনার সত্য আজ নির্ভর করে বিবেকের উপর,
দুজনার সংশয় থেকে যায় তবুও তারপর।
বিজয়ী ও মানবী দুজনার রক্তে মিশে গিয়েছে শাসক শোষিতের দূষিত রক্ত,
দিনে দিনে দুজনার আজ বাড়ছে ভক্ত।

আত্মহননের আকাঙ্ক্ষায় জেগেছে পাশবিক অস্ত্র,
কবে জেগে উঠবে ক্ষত্রিয়ের নাশকতার ইন্দ্রিয় অস্ত্র।
জেগে উঠবে কবে ভাই ন্যায়ের বিজয়ী আর মানবী,
অনর্গল দুজনার ইন্দ্রিয়ে বইছে আজ নাশকতার দানবী।

শেষের দিনে কে হবে মানবী কে হবে বিজয়ী,
অপর প্রান্তে বসিয়া কবি লেখিতেছেন তাঁহার অমর কবিতাখানি।

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ