বাসর

নাজমুল হোসেন নয়ন ১৫ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ১২:১২:০১পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

 

 

চুল বেয়ে পালঙ্কে উঠে আসে

নীল গোখরো। মহাকালের পঞ্চ চাষী লাঙ্গল চালিয়ে দূরত্ব মেপে নেয় তোমার আমার বর্ধিত ব্যাসার্ধ। সারারাত পাশাখেলে আমাকে ধরে ফেলে মনসার স্পর্ধা। দংশনে আর বিষ ওঠে কই ?

যতটা বোধ দখলে নেয় নিউরন ।

বুকের ঠিক মাঝখানে গজিয়ে ওঠে হাসনাহেনা, বকুলের বেওয়ারিশ ডালপালা।

প্রিয়তমা,

ধাতুপ্রকৃতির আলপথে হেঁটে

কি ? বেহুলার ব্রত অথবা অনুমেয় দিগন্ত রেখা ?

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ