বাবা গরীবের কি ভবিষ্যৎ।

সঞ্জয় মালাকার ২৭ মে ২০১৯, সোমবার, ১১:০২:৩৪অপরাহ্ন এদেশ ১৬ মন্তব্য

তুমি আমি আমরা সবাই একি মায়ে সন্তান

গরীব কোন শব্দ হয়না জন্ম মৃত্যুর সম্মান

ভবিষ্যত,,

ছেলেটা আমার বেকার
ছেলেটা আমার রোগা,
খায়নি বহুদিন?
ছেলে বলে বাবা,ওখানে পেয়েছি যা
তাই নিলাম তুলে,
তাই দিলাম অন্ন থালে তুলে,
তুমি মনে করনা কিছু
সকাল টা চলে যাবে এভাবে!

ছেলে টা আমার বেকার
ছেলেটা আমার রোগা!

আমি বলি ভবিষ্যত
ছেলে বলে সম্পর্কে যে মহৎ,
বিশ্ব জুড়ে রয়েছে,মানব দানবের
খেলা ঘর?
ছেলে বলে,পোষাক নোংরা
গায়ে দূর্গন্ধ!
ভবিষ্যৎ তো এক রাতে অন্ধ!
আমরা তো গরীব
আত্নহার কান্না ক্ষুধার্ত শরীরের সাহস!

ছেলে আমার তেজী সাহসী
যা পায় তাই করে সঞ্চয়!

ছেলে আমার কাঁদে না
ক্ষুধার্ত শরীরে হাঁসিটাও ছাড়ে না,
বিশ্ব জুড়ে রয়েছে ছেলেটার মহৎ কাজ
ছেলে বলে আমি তো কারও ধারধারি না!
বাবা আমিও তো মানুষ
মানবতা কেনও আমার ধারে আসে না
আমি বলি ওরে পাগল
গরীবের কান্না কেউ শুনে না।

ছেলে আমার বেকার,
ছেলে আমার রোগা,কষ্ট ছাড়া কিছুই পেলনা।

সঞ্জয় মালাকার //

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ