বাচ্চা মাত্রই কি কিউট? :D

শাওন এরিক ১৮ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার, ০৩:০৭:৩৬অপরাহ্ন রম্য ১৫ মন্তব্য

বাচ্চা মাত্রই কিউট, পৃথিবীর সব প্রাণীর বাচ্চাই কিউট হয় এটা প্রমানিত !! যদিও আমার বোন প্রায়-ই একটু আক্ষেপ দেখায়।

"সাপের বাচ্চাও কি কিউট??"
"কেন নয়? ডিম ফুটে যখন বের হয়ে মুখটা উপরের দিকে উঠিয়ে কন্ট্রোল ছাড়াই যখন মুখটা ডানে বামে দোলাতে থাকে তখন মনে হয় একটা আদর দিয়ে পকেটে রেখে দেই "

"চামচিকার বাচ্চা?"
"অবশ্যই কিউট" -_-

" শুয়োরের বাচ্চা? "
" ভাগ তুই, ভাগ এইখান থেকে" >:(

" তোর বাচ্চার কথা জিজ্ঞেস করতেই এতো রাগ, হায় রে মোর কপাল !!?? এই রকম কিছু বলেই দৌড়ে পালিয়ে যায় 😀

তবুও কিছু কিছু বাচ্চা আছে যারা যত বড় হয় কিউটনেস না কমে বাড়তেই থাকে, বাড়তেই থাকে। ফারিয়া নামে একটা মেয়ে ছিল এমন, আমাদের পাশের বাসায় থাকত। সুইটনেস মারাত্তকের-ও ২ ডিগ্রী উপরে বোধয়, ক্লাস টুতে পারে!! একদিন স্যার পড়াচ্ছিল তাকে...

"সূর্যমুখী ইংরেজি হচ্ছে সান ফ্লাওয়ার। বলত কি মা?"
"সান পেলোয়ার"
" সান পেলোয়ার না মামনি সান ফ্লাওয়ার। আবার বল?"
" সান পেলোয়ার"

" পেলোয়ার নাতো ফ্লাওয়ার, ফ্লাওয়ার!! ফ্লাওয়ার!! সূর্য ইংরেজি সান! কি? "

" সান"

" হ্যাঁ, আর ফুল ইংরেজি ফ্লাওয়ার!! কি মা?"

" ফ্লাওয়ার!!"

" গুড, এখন বল সূর্যমুখী ইংরেজি কি?"

" সান পেলোয়ার!! " :v

যাই হোক, ফারিয়ার মত সুন্দর একটা ছোট কিউট আর লাজুক বাচ্চাকে সারাদিন তাকিয়ে তার খেলা দেখতেই ভালো লাগত!! কিন্তুু আমার কখনই কোলে নিয়ে আদর করতে ইচ্ছা করে নাই!! কারও ইচ্ছা করে না। কেন করে না, তা আমার জানা নাই, তার রহস্যভেদ কখনই হয় নাই!!

😀 😀

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ