বন্দী প্রাণপাখি

সুরাইয়া পারভীন ৩১ মে ২০২০, রবিবার, ০৩:১৩:৪৮অপরাহ্ন চিঠি ১২ মন্তব্য

 

প্রিয় নীলাকাশ,

একটা বলয়ে আবদ্ধ আমার উড়ন্ত দুরন্ত চপলা চঞ্চলা প্রাণপাখি ছটফটিয়ে মরছে দিবানিশি। বন্দী প্রাণপাখিটি ভয়ানক নৈঃশব্দ্যিক চিৎকারে গুমরে গুমরে কাঁদছে প্রতিনিয়ত আর প্রতীক্ষা করছে। এই নৈঃশব্দ্যিক কান্নার আওয়াজ একদিন কারো কর্ণ গহ্বরে পৌঁছে যাবে।

সেদিন কেউ বদ্ধ বলয়ের বেষ্টনী ঠিকই ভেঙ্গে ফেলবে। মুক্ত করবে আমার প্রাণপাখিকে। মুক্ত করবে প্রাণপাখির সীমাহীন ইচ্ছে গুলোকে। সীমাহীন ইচ্ছেরা বাঁধাহীন হয়ে উড়বে দূরাকাশে। মুক্তি পেয়ে প্রাণপাখি মুক্ত আকাশে বিশুদ্ধ বাতাসে ডানা মেলে উড়তে উড়তে পৌঁছে যাবে অসীমের দরবারে।

ইতি,

তোমার বুকে ভেসে চলা শুভ্র মেঘ।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ