ঠোঁট পোড়া রোদ

পাগলা জাঈদ ৭ ডিসেম্বর ২০১৩, শনিবার, ০৭:১৬:৪৩অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য
দেখছ আমার ঝাপসা কিছু স্বপ্ন হাসে ?
ঝড়ের মাঝেও টিমটিমিয়ে হাঁটছে পাশে,
হালুম করে আঁজলা ভরে সুখ গিলে খায়
ভাসায় ভাসায় -
সত্যি গো জান, তোমার আশায়।
একি! তোমার ঠোঁট পোড়া তিল কাঁপছে গো জান
অংকে কাঁচা ! কি আসে যায় আসুক তুফান,
প্রেমের হিসেব গন্ডগোলেই দারুন মানায়
ভুল গুলোতেই ভরুক হৃদয় কানায় কানায়।
বুকের খাঁজে ঘাম জমেছে ? ভয় টা নিবিড় ?
ধুর বোকা মেয়ে ঘাম সে'তো নয় প্রেমের শিশির।
দুলবে ঝিঙে, ময়না ফিঙে মনের মাচায়
লাউ ডগা ফুল খোঁপায় গুঁজে ভরব খাঁচায়।
কি চাই তোমার চকচকে রোদ খুব দুপুরে ?
কাঠাল মোচা-তেতুল আঁচার, সুর নূপুরে -
তুলবে তুমি। দেখব আমি তোমার নাগর
ঝালের চোটে টকটকে লাল দু'চোখ ডাগর।

সন্ধ্যা ডাহুক ঘুমিয়ে গেলেই জমবে গো রাত
পুতুল বিয়ের ছল করে ফের ধরব ও হাত,
সিঁথির মাঝে সিঁদুর দিব রক্ত জবা
তোমার আলোয় চুপসে যাবে চাঁদের প্রভা
হাসির ঝলক বৃষ্টি হয়ে টিনের চালে
হাসনা হেনা'র চুমু দিব নিটোল গালে,
আস্তে করে বলব কানে বউ কথা কও
জনম জনম এমন করেই আমার গো হও।

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ