DAMI-Muktijudha1

এবার বইমেলায় জলছবি প্রকাশন থেকে ”মুক্তিযুদ্ধ এবং অন্যান্য গল্প” শিরোনামে আমারসহ বাংলাদেশ-ভারতের ১৫ জন গল্পকারের গল্প নিয়ে প্রকাশিত হয়েছে চমৎকার এক ছোটগল্পগ্রন্থ।

গল্পকার ও গল্পগুলোর নামের তালিকা নিম্নরূপঃ

১। শাহ আলম বাদশার ”কমন স্যার এবং আহত বেদনা,

২। ভারতীয় লেখক তাপস কিরণ রায়ের ”জেদ,

৩। নাসির আহমেদ কাবুলের অরুণোদয়ের অগ্নিপুরুষ,

৪। তাহমিদুর রহমানের ”লাল ডায়েরী,

৫। আহমেদ রব্বানীর ”সংশপ্তক,

৬। শহীদুল ইসলাম প্রামাণিকের ”রণাঙ্গনের চিঠি,

৭। সোহেল আহমেদ পরাণের ” দু’টি অনুগল্প,

৮। সুলতান মাহমুদের ”রক্তনদে লালগোলাপ,

৯। মনির হোসেন মমির ”এক বীরাঙ্গনার ডায়েরী,

১০। লুৎফুরতপাশার ”সেমিনার,

১১। জাহাঙ্গীর আলমের ”অতঃপর,

১২। মোঃ মালেক জোমাদ্দারের আলোকিত ঘাসফুল,

১৩। ফেরদৌসী শিল্পীর ”দাদীমার বলা মুক্তিযুদ্ধের গল্প,

১৪। আযাহা সুলতানের ”চুপকথা এবং

১৫। শামীম আরা চৌধুরীর যে মানুষটি তার না, তারে আর ভাববে না।

উল্লেখ্য যে, গল্পগ্রন্থের প্রথম ৮টি গল্প মহান মুক্তিযুদ্ধকেন্দ্রিক এবং বাকি ৭টি বিভিন্ন স্বাদের সাধারণ ছোটগল্প। কয়েকজন প্রতিষ্ঠিত লেখকের পাশাপাশি নতুন লেখকের ছোটগল্পগুলো বেশ সুখপাঠ্য এবং হৃদয়গ্রাহী এবং পাঠক গল্পগুলো পড়ে মজাই পাবেন।

বইটি পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলার ২৩৫-২৩৬ নং স্টলে। বইটির একমাত্র পরিবেশক-১১২, আজিজ সুপার মার্কেটের ম্যাগনাম ওপাস।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ