এই যে সুখের
নদী বয়ে চলে সমান্তরালে,
কাল-মহাকালে- অভিমানের
নীলাবতী ছুটি-
হালকা শীতের আঙুল ছুঁয়ে ছুঁয়ে,
ছুঁয়ে যাওয়া মোহনার রঙ,
বুকের বেহালা- আমিই কৃষ্ণ সয়ং।
তুমি সহ যেন আজ পৃথিবী'র শেষ
পাখি দু'টি।

অরণ্য এখানেই গড়া,
এখানেই মেহগনি হাসে-
চাপা অবকাশে
এখানেই থমকেছে ক্ষোভ।
নীলাবতী প্রণয়ের পাশে-
হার মানে জগতের বাকী সব লোভ।

সে'কি উচ্ছ্বাসে!
আঁচড়ে আঁচলে আঁকি ছবি-
তুমি যেন অঢেল জোছনার চাঁদ,
আমি প্রজ্জ্বলিত পুরোহিত- গনগনে রবি।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ