ফুল

তাপসকিরণ রায় ২৪ মে ২০১৪, শনিবার, ১১:০৩:৪৩অপরাহ্ন কবিতা, সাহিত্য ৭ মন্তব্য

একটি ফুল ,

তবে কি আর একটি  ফুলের দিকে তাকানো যাবে না ?

এমনটা কি হতে পারে ?

তুমি যদি  হেসে ওঠো পদ্মরাগে--জানি না কি পরিচয়টুকু ,

একটি নারীর লাবণ্যে যদি ফুটে ওঠে ফুল--

রং পাপড়ির মাঝে যদি জেগে ওঠে মন্থর ভালবাসা ,

তবে অন্তর আবেগে কেন এই শৃঙ্খল মন ?

এক বন্দী মন , বন্ধ এক ঘর !

তুমি তবে তুল না কো তোমার স্বার্থপর তর্জনী ,

বিজনে বিহনে ভাবনা মেখলায় যদি উড়াই আবির আকাশ--

যদি ফুটে ওঠে ফুল মনের অলিন্দে—

সে মলয়জ বাতাসকে বইতে দাও--

মন কাড়া আর একটি ফুলকে না হয় স্থান দিলাম গোপন মনসিজে।

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ