প্রিয় কবিতা

সঞ্জয় মালাকার ১ জুন ২০১৯, শনিবার, ০৯:৩৪:০৮পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য

প্রিয় কবিতা৷

জাগবে আবার নতুন আলো,
ভাংবে আকাল ঘুম,
ঘুম পুড়ালেই হবে সকাল
সত্য মিথ্যের মূল!
পাঠশালাতে চলবে খোকা
খোকন সোনার হাসি,
খুলতে বাঁজে উড়বে যখন
সদেশ কবির বুলি!

জাগবে আবার নতুন আলোয়
প্রিয় পাঠকের মন,
সত্য মিথ্যে দিয়েই হবে কবির আয়োজন?
সাজবে যখন সাদা কাগজ
নতুন বইয়ের পাতা,
সব মানুষের মন জুড়াবে প্রিয় কবিতা!

তুমি আমি সত্য সদাই...
এমন ছেলে বেলা,
মা বললেই রাগ হবে খেলছো সারা বেলা!
যাওনি তুমি পাঠশালাতে.
নাও নি হাতে বই....
কেমন করে সাজবে জীবন
বলতো দেখি সই?
সত্য মিথ্যে আলোর ধারে
কবির কথাই কই।

নতুন আলো জাগবে যখন
সত্য কথাই বলবো,
শিক্ষা গুরু কবির মতো
আদেশ গুলো মানবো?
মা বললে রাগ হবনা...মায়ের কথাই মানবো।

শিক্ষা তোমার, শিক্ষা আমার
শিক্ষা আমরা বাই,
বইয়ের বাজে রত্ন উড়ে
পড়লে পাবে সই"
সই গো জ্ঞানী গুণী যত ধনী
যতো বড়বাবু...
সবাই কিন্তু পাঠশালাতেই সেজেছিল সাধু,
সই গো তুমিও চলও আমিও চলি
জীবন হবে মধু!

সত্য মিথ্যে নিয়ে হবে নতুন আলোর খেলা
বেলার ঘরে থাকব একা কে সাজাবে বেলা।

সঞ্জয় মালাকার //

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ