প্রিয় আগামী প্রজন্ম …

আলমগীর হোসাইন ৩ জুন ২০১৫, বুধবার, ০৫:৩৬:২৮পূর্বাহ্ন সমসাময়িক ১ মন্তব্য

প্রিয় আগামী প্রজন্ম ...

অনেক অল্প বয়েসী বন্ধুরা আমার ফেইস বুকে আছেন | এবছর এসএসসি ও সমমানের পরীক্ষার যারা পাশ করেছেন কিংবা করতে পারেন নাই আমার আজকে এই লিখাটা ...
শুধু তাদের জন্য.....
##‪#‎প্রথমেই‬ ধন্যবাদ সবাইকে !!

যারা ভাল রেজাল্ট করেছেন আপনাদের অভিনন্দন !! কিন্তু আপনাকে আরো ভাল হবার জন্য মানুষিক ভাবে প্রস্তুতি নিতে হবে !!

#‪#‎অনেকদিন‬ পর একটি নির্দিষ্ট গণ্ডি পেরিয়ে তোমরা অবশেষে ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছ। নিজের ভবিষ্যত্ এখন তোমাদের নিজেদের হাতে।

তোমাদের সামনের বিশালপথ পাড়ি দেওয়ার আগ মুহূর্তে আছ এখন তোমরা।

এই জীবনে যাই করো না কেন সেই কাজ মন থেকে এবং অধ্যবসায়ের সাথে করো। কঠোর পরিশ্রমই সাফল্যের গোপন রেসিপি।

একটা কথা মনে রেখো, কঠোর পরিশ্রম প্রতিভাকেও হার মানায় যদি প্রতিভাবান কঠোর পরিশ্রম না করে। বড় কোনো কাজের সুযোগের জন্য অপেক্ষা করো না, বরং নিজের যোগ্যতা সবাইকে দেখিয়ে দাও।

জীবনে কঠোর পরিশ্রম করে যেতে হবে, আর প্রতিদিন চেষ্টা করতে হবে নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করার। এই অভিজ্ঞতাই মানুষকে করে তোলে অনন্য !!

## জীবনে তুমি যত পরিশ্রমী হবে, যত ধৈর্যশীল হবে ততই ভাগ্যবান আর সফল হয়ে উঠবে দিন দিন।

আর যারা ভাল রেজাল্ট করতে পারেন নাই কিংবা ফেল করেছেন ; তাদেরকে বলছি --

##‪#‎সবাই‬ যখন বলবে তোমাকে দিয়ে কিছুই হবে না, তখন ভেঙে পড়ো না; বরং নিজেকে বলো, তোমাকে দিয়ে হবে, তোমাকে দিয়েই হবে !! আর করে যাও পরিশ্রম-মনোযোগ দিয়ে লেখা পড়া !!

স্বার্থ চিন্তা কিংবা রাগ হয়তো তোমাকে কিছুক্ষণের জন্য শান্তি দেবে, দেবে ক্ষমতা কিন্তু তা ক্ষণিকের জন্য। ভিতর থেকে তোমার শুদ্ধতা শুভ্রতা কে নষ্ট করে দেবে তোমার এ ধরনের চিন্তা।

#‪#‎তাই‬ বলছি বড় হও, সাহসী হও, অন্যকে সম্মান দেওয়ার মানসিকতা তৈরি করো, জেতার মানসিকতা তৈরি করো, সতর্ক হও, যত্নশীল হও।

##‪#‎উন্নত‬ জীবনের জন্য, নিজেকে ভাল মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রাতিষ্টানিক শিক্ষার গুরুত্ব অপরিসীম !!

##‪#‎তোমরা‬ আমাদের আগামী প্রজন্ম !!
তোমরাই সুন্দর স্বদেশ নির্মাণ করবে !!
তোমাদের জন্য অনেক অনেক শুভ কামনা !!

আলমগীর হোসাইন
ম্যানচেস্টার, ইংল্যান্ড !!

0 Shares

একটি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ