প্রবাস

সঞ্জয় মালাকার ২৫ ডিসেম্বর ২০১৯, বুধবার, ০২:৪২:৩০পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য

দূর প্রবাসে আছি মা-গো, আমি বড় একা 

স্বপ্ন ছাড়া যায় না মা-গো তোমায় একটু দেখা।

মা-গো সেই যে এলাম আর গেলাম না
অনেক দিনের কথা,
তোমার হাতে খাইনি মা-গো পাটিচাঁপটা পিঠা।

মা-গো বঁছর ঘুরে বছর এলো, দিনের পারে মাস,
ভাবি মাগো এইবছরে পাবো আমি তোমার আশীর্বাদ।

মা-গো এইবছরটাও গেলো আমার, আমি বড় একা
পৌষা সংক্রাতি এলে মা-গো মনে পরে তোমার মিষ্টি মধুর কথা।

মা,,
মা` মা বলে ডাকি যখন ,
মা তুই আমার ডাকে দিস্ সারা,
মা, আমি তোর অবোধন সন্তান
অদর্শনে আমি বাক্যিহারা।
আয় -রে মাতুই আমার ধারে আয়
বাড়িয়ে মনে শক্তি,
মা-রে আমি না হয় লক্ষ্মী ছাড়া
তাই বলে তুই করিস না মা
আমার সাথে ছল ।
মা'রে ভাবনা আমার ছিল যেতা
শেষ হয়েছে সবি,
তোর আলোতে কেটেছে মা
বদ্ধ মনের সকল আঁধার।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ