প্রতিদিন

সৈয়দ আলী উল আমিন ২২ ফেব্রুয়ারি ২০১৭, বুধবার, ০৯:২৫:০৯পূর্বাহ্ন বিবিধ ১৭ মন্তব্য

সমৃদ্ধির পৃথিবীতে সমাজের নিয়মিত
সামাজিক বন্ধনের অস্পষ্ট বন্ধন ।
ষড়ঋতুর আসে-যায় নিয়মে ,
রূপ-গন্ধ নেই,
সাড়ার কোন প্রভাব নেই-
এখানে অভিমানের মূল্য নেই-
এখানে শোকের তাৎপর্য নেই-
এখানে সহনশীলতার প্রভাব নেই-
এখানে দান নেই, দয়া নেই-
এখানে শুধু সময়কে হারিয়ে ফেলা -
এখানে প্রতিদিন কর্তব্যের অকরুণ দায়িত্ব-
এখানে প্রতিদিন অপরিসীম শূন্যতায়
সূর্যোদয় ও সূর্যাস্তে--
শুধু শুকনো পাতায়-
কাঠবিড়ালির গাছ বেয়ে ওঠা ।

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ