প্রচলিত জোড়া হাঁসের গল্প

নাজমুল হুদা ২০ নভেম্বর ২০১৯, বুধবার, ১২:১৯:৩৫অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

একদিন আমিও ভালো থাকবো তোমার মতো;
অপেক্ষার ভাঁজ খুলে খুলে আজো প্রতিনিয়ত
স্বপ্নের কাঁটাতারে ঝুলতে দেখি জোড়া হাঁসের গল্প।

টুথপেস্ট ভরা শাসনে কত ভোরের আলিঙ্গন
রোদ সরানো জানালায় দেহের উষ্ণ কারুকাজ
অলসতার ঝাঁপি ভরা এক ঘুম তাড়ানো বকুনি
ত্রিফলা স্বপ্ন ক্যান্সারের মতো খুঁড়ে খুঁড়ে ভোগায়

যদি কোনো মধ্যদুপুরে কুকুরের চিৎকার থামিয়ে
অনামিকা, গোলাপী আভায় রঞ্জিত ঠোঁটে
বলতে আসো- কেমন ছিলে, কেমন আছো?
অশ্রুজলে ঢেউ তুলে হাঁসের ছানা ঝাপটে ধরতাম
মাটির বুক আগলে রেখে চিৎকার করে উঠতাম
-ভালো,যেমন থাকে মানুষবিহীন জীবন চর্চায়।

নেত্রকোনা, ময়মনসিংহ

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ