পোড়া রোদ্দুর//

বন্যা লিপি ৩ মার্চ ২০২০, মঙ্গলবার, ১২:০৯:০৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য

আপন রোদটুকু এখন বড্ড পর লাগে,বেহাহায়ার মতো দাপিয়ে যাচ্ছে বারান্দা, দেয়াল,জানলা, দেয়ালের গা বেয়ে বেয়ে,হুটোপুটি খাচ্ছে মেঝের মার্বেলে।
চারিদিকে সুনসান নিরবতার বধিরতা ভেঙে খান খান হয় নাগরিক সভ্যতার যজ্ঞে।

রৌদ্র বড় আপন ছিলো,
তাও বুঝি দরদী হলো না ।
পোড়াতেই থাকে কেবল স্মৃতির ঘরদুয়ার।
রোদ দেখলেই মনে হয়,
কেউ আর চায়না হাত পেতে কিছু রোদ্দুর আর!
বাসুলিয়ার হাটে বেচা হয়ে গেছে নিলামের অনুভূতি!
পৃথিবী ভুলে গেছে হাসতে।
তবু রোদ্দুর আসে, আসে বেহাহায়ার মতো বারান্দার গ্রীলে, দেয়ালে,জানলার শার্শিতে।

রোদ দেখলেই এখন বড় বিষণ্ণ হয়ে যাই!
অচেনা লাগে
লাগে বড় অলস।
শীত শেষে বসন্তও এসে চলে গেছে।
হাসিটুকুও সাথে লোপাট করে!

সেই তো ভালো ছিলো;
যখন রোদ দেখতাম না!
বাসতো না ভালো এমন করে; করতো না আবদার যখন তখন বারান্দায় এসো,
রাখো ধূসর হাত রোদের গ্রীলে।শুনতে চাইতো না এলোমেলো কথার অবাস্তব যত গুণগুণানী!

একটা খাঁচা একলাই পড়ে থাকে বারান্দার কোনে।
কবেই উড়ে ফাঁকি দিয়ে ছেড়ে গেছে এ পাড়া পাখিটা।
ছিন্ন রেখে যাওয়া পালক আজো পুড়ে শেষ হয়না পোড়া রোদ্দুরে।

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ