পুর্নেন্দু হওয়ার ব্যার্থ বাসনা – ২

আর্বনীল ১৫ জুলাই ২০১৪, মঙ্গলবার, ০১:৫৯:৩৭অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য
_ টুনির মা, একটু বাইরে আসবে ?
_ রাত 12টা বাজে। এখন বাইরে? কেন?
_ না মানে তোমাকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করতেছে। জড়িয়ে ধরে একটা চুমু খেয়েই চলে যাব। আসবে?
_ কি! কি বললে তুমি?
_ বললাম একটা চুমু খেয়েই চলে যাব। আসবে ?
_ চুপ! একদম চুপ! রোজা-রমজানের দিনে এসব শুনাও পাপ! হুহ!
_ হোয়াট? এখন রোজা কিসের? এখনতো রাত!
_ তাঁতে কি হইছে? তুমি আমার বাসার সামনে এখন আসবেনা খবরদার!
_ মানে কি! তুমি বের হবে না?
_ না!
_ কি বললে?
_ ঐ টুনির বাপ কানে কি কম শোন? বলছিনা একবার বের হতে পারবনা।
_ তাইতো?
_ হ্যাঁ! হ্যাঁ! হ্যাঁ!
_ ওকে! ৩দিনের ব্রেকআপ! আগামী ৩দিন আমার সাথে কোন যোগাযোগ করবেনা। আই হ্যাট ইয়ু!
_ এহ আসছে! আই অলসো হ্যাট ইয়্যু এত্তগুলা। হুহ!
এরপরও আর কথা চালিয়ে যাওয়া যায় ভাবছেন?
ডিসগাস্টিং! 😛

বিঃ দ্রঃ ইহা একটা লুতুপুতু/লটর-পটর কপিতা/কথোপকথন। 😀

#১২
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ