পুরুষ দিবস

সাবিনা ইয়াসমিন ২০ নভেম্বর ২০২০, শুক্রবার, ০১:২৬:৫৪অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৪ মন্তব্য

- তুমি শাড়ি পরো?
- তুমি দাড়ি রাখো?

“শাড়িতে নারী হলে দাড়িতে কেন পুরুষ নয়!”

ভালোবাসা মানে
পাশাপাশি তুমি আমি, আর ঠান্ডায় বিরক্ত এক কাপ চা 🙂

ভালোবাসা মানে
তুমুল ঝগড়ার পর জানতে চাওয়া “ বাবু খাইছো? " 🙂

ভালোবাসা মানে,
“তুমি একটা ফালতু,
তুমি একটা জঘন্যতম বাজে লোক..”

বলাবলির পর “আই লাভ ইউ জান/সোনা” বলতে পারার মনোবল রাখা 🙂

ভালোবাসার অনেক ধরণ,অনেক কারণ থাকে। কিন্তু ভালোবাসার প্রকৃত সংজ্ঞা সারাজীবন ভালোবেসেও সবটা জানা হয় না 🙂

********************************************************************************

ফেসবুকে ঘুরতে-ঘুরতেই বুঝলাম আজকে পুরুষ দিবস! (তাদের বসগিরি দেখতে দেখতে মনেই থাকে না যে তাদেরও একটা নির্দিষ্ট দি-বস আছে 😜)

যাইহোক, পুরুষ দিবসের শুভেচ্ছা রইলো সকল পুরুষের প্রতি। যারা নিজেদেরকে মনে-মানে-সম্মানে সত্যিকারের পুরুষের আসনে অধিষ্ঠিত রেখেছেন/ করেছেন তাদেরকে শ্রদ্ধাপূর্ণ শুভেচ্ছা জানাই।

যারা পুরুষ হয়েও নিজেদের পুরুষ ভাবতে চান না, মেয়েদের নামে ফেইক আইডি চালান, তাদেরও শুভেচ্ছা। আফটার অল দিন শেষে কেউই নিজেকে কাপুরুষের তালিকায় রাখতে চায় না।

পুরুষরা শুধু নামে/ লিঙ্গে নয় পুরুষত্ব ধারণ করুক নিজস্বতায়।
শুভ হোক পুরুষ দিবস 🌹🌹

ফিচার ছবি- নেট থেকে।

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ