পাওয়া, না পাওয়ার অভিসারে

কামরুল ইসলাম ১৫ এপ্রিল ২০২২, শুক্রবার, ০৬:৫১:২৭পূর্বাহ্ন কবিতা ৪ মন্তব্য

 

বুক পুড়া গন্ধ মুছে যায় কাল বৈশাখী ঝড়ে 

জীর্ণতায়,  শীর্ণতায় জেগে উঠে নতুনের উদ্যোম 

ভারী হয় স্মৃতির খাতা,  বুকের পাঁজরে  

আজীবন বয়ে চলে এক প্রত্যায়ন পত্র  

সময়ের স্রোতে উল্টে যায়, পাল্টে যায় 

চাওয়া পাওয়ার খতিয়ান  

গড়মিলেই জের টানতে হয় জীবনের রেওয়ামিল   

এভাবেই হাত ছানি দিয়ে যায় প্রতিনিয়ত 

চৈত্র,  বৈশাখ,  হেমন্ত,  বসন্ত   

দিন শেষে আষাঢ়ের অঝর ধারায় 

ভেসে যায় বুকের গহীন প্রান্তর 

রাত্রির গভীরতায় গাঢ় হয়ে আসে দীর্ঘশ্বাস  

পাওয়া, না পাওয়ার অভিসারে   ।   

 

সময় বড় বৈচিত্রময়  

আশ্বাসের বিশ্বাসে হারায় সর্বময়  । 

 

রচনা কাল ঃ ১৫/০৪/২০২২ 

ঢাকা

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ