পরিচয়

হালিমা আক্তার ১৯ আগস্ট ২০২১, বৃহস্পতিবার, ১২:৪৭:০১পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য

 

জন্মের সময় আসো নামহীন
পরিচয় তোমার একটাই--
নবাগত শিশু বলে ডাকে সবাই,
মাঝে বয়ে যায় কতটা সময়
চলে নাম, ডাক, বর্ণ, গোত্রের লড়াই।
মরে গেলে আবার,
নেমে আসো এক কাতারে
"লাশ " নামে পরিচয়
বহন করো সকলে
ধর্ম, বর্ণ, গোত্র সব হয় মিছে।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ