পরশ

আনন্দধারা বহিছে ভুবনে ১৮ নভেম্বর ২০১৬, শুক্রবার, ১১:৩৪:৫৮অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৫ মন্তব্য

=সজু কি করো?
- হাঁটি আপু
= হাঁটি মানে! এই দুপুরে পচন্ড রোদের মাঝে হাঁটো কোথায়? কোথায় যাচ্ছো?
- শাহাবাগ যাচ্ছি আপু, ইব্রাহীম কর্ডিয়াক হাসপাতালে বাংলামোটর থেকে। কি করবো এতটুকু পথে রিক্সা সিএনজি নেই, গরমে শেষ 🙁
= আহারে, গরমে পানি বেশি খাবে, হাসপাতালে কেনো?
- আমার এক বন্ধু অসুস্থ্য তাঁকে দেখার জন্য, আচ্ছা আপু।

***********************************************
= এই সজু কই তুমি? আগে কতবার কল দিলাম, রিসিভ করলে না। কাজটা কি করো শুনি?
- ফার্মগেটে জ্যামে বসে আছি বাসে। অসহ্য গরমে মেজাজ খারাপ, মেজাজ খারাপ অবস্থায় ফোন রিসিভ করলে ভালভাবে কথা বলা যায় না, তাই ধরিনি।
= ঢাকায় বাসে বা সিএনজিতে হাত পাখা লাগেই। তা এখন মেজাজ ভালো হলো কিভাবে তাহলে? এখনো তো জ্যামে আছো তাইনা? 🙂
- এখন মনে হলো আপনার সাথে কথা বললে ভাল লাগবে তাই কল রিসিভ করেছি 🙂

***********************************************
= সজু বেইলি রোডের আড্ডায় আসলে না যে?
- আপনারা কত বড় বড় মানুষ আসবেন আড্ডায়, লজ্জায় আসিনি আসলে। আপনাকে সহ সবাইকে দেখার খুবই ইচ্ছে ছিল। ছবিতে দেখে আফসোস কিছুটা দূর হয়েছে 🙂
= মাইর খাবা, লজ্জার কি আছে?

************************************************
= উফ এত শব্দ কথা তো কিছুই বুঝা যাচ্ছে না।
- হ্যাঁ আপু, ঢাকার রাস্তা না? বিশ্বের আর কোথাও গাড়ির হর্ন নেই, এটি কেবল আমাদের ঢাকায়।
= কোথাও যাচ্ছো এই গরমে?
- নিলক্ষেত যাচ্ছি আপু রিক্সায় জ্যামে আঁটকে পরে আছি। আর গরম নেই একটুও 🙂
= মানে কি? দুপুরের রোদে গরম নেই !
- না আপু, হাত পাখা সাথে আছে? নিজকে বাতাস দিচ্ছি।
= মানে? রিক্সায় বসে হাত পাখা দিয়ে বাতাস ! পাগল নাকি? গরম বাতাসই তো নিচ্ছ তাহলে।
- আপনি বললেন না সেদিন ঢাকায় চলাচলের সময় হাত পাখা প্রয়োজন 🙂
মোটেও গরম বাতাস না, শুন্য শুন্যালয় লিখে নিয়েছি হাত পাখায়, তাই বাতাস শীতল 🙂
= তুমি আসলেই একটা পাগল 🙂
u201_403358_958640pakha

সিরিজ স্বপ্ন এখানেই শেষ 🙂
****************************************************
কিছু মানুষের পরশে মানুষ জীবন পথের চড়াই উতরাই পার হয়ে যায় অবলীলায়
ধ্বংসস্তুপ থেকে বের হয়ে জীবন কে নিজের মত করে তৈরী করে
ভবনের প্রতিটি কক্ষ নির্মিত হয়
নিজস্ব স্বকীয়তায়।

কবে আসবেন আবার সোনেলার উঠোনে?
আমাদের মাঝে
আপনার নিজস্ব ভুবনে?
মিস ইউ আপু  (3

 

0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ