নূর হোসেন তুমি ফিরে এসো

ভোরের শিশির ১০ নভেম্বর ২০১৪, সোমবার, ০৯:১২:১৮পূর্বাহ্ন বিবিধ ১৯ মন্তব্য

নূর হোসেন কবরে নয়; এবার রাজপথে চলে এসো,

রাজপথ আবার মুখরিত।

হুকুমের চাকর নব্য রাজাকারের দলেরা আবার হুঙ্কার দিয়েছে!

আত্মাহুতি নয়; বোধ মুক্তিতে তুমি বেরিয়ে এসো।

নূর হোসেন তুমি একাত্তর নও;

নও সেই নব্বই!

তুমি এবার একাত্ম হও;

আমরা তোমার স্মরণ লই!

কতোটা বেপরোয়া হলে তোমায় ডাকি

তুমি কি তা বুঝতে পারো!

যারা মারছে আর যারা মড়ছে

ওরা আমার মতো কারো ভাই বা

প্রিয় কারো আত্মীয়!

নূর হোসেন তুমি ফিরে এসো!

হুকুমকারীর হায়েনারা আজ আবারো সংহত,

রাজনীতির মাঠে ক্ষমতানীতির ছোবলে

গণতন্ত্রের মাথা নত।

নূর হোসেন তুমি আমার বোধ হয়ে এসো।

‘গণতন্ত্র মুক্তি পাক’ হৃদয়ে লিখে

জাতির পতাকায় মাথা উঁচু করে দেই আবারো!

নূর হোসেন তুমি জাতির পিতার বেশে এসো

নূর হোসেন তুমি সেনাপ্রধানের কন্ঠে মুক্তির বাণী নিয়ে ফেরো।

নূর হোসেন, কবর থেকে ডেকে নিয়ে

জাতির কাছে আমি লজ্জিত।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ