নীলপাতার মৌনশব্দ

রিতু জাহান ৩০ মার্চ ২০১৮, শুক্রবার, ১০:১৫:২৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

সুরমা দানিতে এক দোদুল্যমান স্বপ্ন ঘুমিয়ে আছে অনন্তকাল ধরে
যেখানে সুখ ভাগ্যের আসা যাওয়া নিষেধ।
তাকে ছোঁয়ার আশায় অনামিকা আমার দীর্ঘশ্বাস ফেলে
অনামিকা জানে না, আসলে জীবন নিয়ে আস্ফালন সব বৃথা।
পার্থিব সব চাওয়া পাওয়ার ব্যাপারটা গোলমেলে
এ গভীর কৃষ্ণ নয়ন দুটি কারো করুণায় সিক্ত।
সম্মানের মহিমা পারে না নীরব ধূ-লিকে উজ্জীবিত করতে।
শেষ চৈত্রে আলো ফোঁটা কোনো সকালে, দূরে কোথাও এক পশলা বরষার গা ছুঁয়ে আসা উদোম হাওয়ার স্পর্শে

ক্ষণতরে অবহেলিত শুষ্ক কোনো জীবন তবু শীতল হয়, স্বপ্ন জাগে।
""""'"'''''""""""""""""""""""""""""""""""""""
,,,,,,,,,,,রিতু,,,,,,,,
১৯/০৩/১৭.

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ