নিয়তির বিদ্রুপ

কামরুল ইসলাম ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার, ০৪:১০:৫৯অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

 

মেঘ জমেছে আকাশ কোণে

নদির বুকে বাণ

শহর জুড়ে বৈরী হাওয়া

বাতাসে বিরহের গান ।

সবুজ শাখে  দোয়েলের ছায়া

শীতল পাটির মায়া

শীষ দিয়ে যায় কাকাতুয়া

আঁধার রাতের ধোয়া ।

ফুল বনে আজ গুনগুনাগুন

ধুতরা কাটায় বিষ

কারো বুকে স্বপ্ন জাগে

কারো ঝরে অহর্নিশ ।

বুক জুড়ে আজ খরার প্রভাব

চাতক খোঁজে জল

মেঘ শাবকের লুকোচুরিতে

জীবন অবিচল ।

সুবাস গুলো ছড়িয়ে থাকুক

পাপড়ি ঝরা ক্ষণে

অঝর ধারায় বৃষ্টি নামুক

বিষণ্ণতার মনে ।

উল্টে যাক, পাল্টে যাক

প্রকৃতি ও তার রুপ

দমকা হাওয়ার দোষ খোঁজতে নেই

নিয়তির এই বিদ্রুপ ।

 

রচনা কাল ঃ ১৭/০৩/২০২২

ঢাকা

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ