নিশুতি জাগে

ইঞ্জা ৮ এপ্রিল ২০১৭, শনিবার, ১০:১৯:৪৩পূর্বাহ্ন কবিতা ২৩ মন্তব্য

নিশুতি জাগে, জাগে রাত্রি নিশাচর
শুনে গাছেদের খশ খশ শব্দ, ফিসফাস
দূরে কোথাও কুকুর ডাকে কুঁউউ মরণ শব্দে
এই ডাকে নিশ্চয় শবেরাও জেগে উঠে সচরাচর
মরণ সুরে জেগে উঠে পাড়ার চৌকিদার
হাঁক দিয়ে বলে জাগো, জেগে উঠো
রাত্রি চোরেরাও জেগে থাকে সুযোগের অপেক্ষায়
আমিও জেগে উঠি ছটফট করে
ভাবি তুমিও কি জেগে উঠো এইসময়
ভাবো কি আমায়, মনে হয়না
আমিও একাকী নিশাচর হয়ে উঠি
ভেবে ভেবে তোমায়, একাকী
ভাবি নিশুতির কথা, ইচ্ছে করে মিশে যায় তার সাথে
মনের ভিতর থেকে কান্নার সুর উঠে, কুঁউউউ করে
দেখো আমি কতো একাকী, আমার মনও জাগে
নিশুতিও জাগে, যেমন আমি রাত্রি জাগি।।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ