“নির্দিষ্ট দূরত্ব”

আতকিয়া ফাইরুজ রিসা ২ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ০৮:০৮:৫০অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

 

তোমার কি মনে হয়না, সবকিছু সীমার মধ্যে রাখাই ভালো?
তোমার আর আকাশের দূরত্বটা বোধ হয় ঠিকই আছে।
আকাশ যদি তোমার নাকের ডগায় ভর করত!
তবে মাথা উঠাতে কিভাবে?
চাঁদটার ক্ষেত্রেও তাই
একদম ঠিক জায়গায়।
হাতের মুঠোয় পেলে
বলের মতো ছোড়াছুড়ি শুরু করতে!
কিছু জিনিস কাছে পেলেই গুরুত্ব হারায়,
তবে দূরে গেলে বাড়ে।
কই!এতো সুন্দর ফুল হাতে নিয়ে গন্ধ শুঁকে
একসময় তো ছুঁড়েই ফেলে দাও!
দিনের পর দিন,
রাতের পর রাত,
আগলে রাখো কেবল দু একটা শুকনো গোলাপ!
তবু তাও রাখো ডায়রির ভাঁজে,
কখনো ছুঁয়ে দেখো
কখনো ভুলে যাও।
দূর দিগন্ত দূর থেকেই সুন্দর।
একদম সরলরেখা।
কাছে গেলে রেখার কোনো নাম গন্ধ নেই
কেবলই বক্রতা!
মানুষগুলো দূর থেকেই সুন্দর
কাছে পেলেই জাগে ভুল ধারণা
মিথ্যে মায়ার জটিলতা।
অনুভূতিগুলো সীমার মাঝে রাখাই ভালো।
না বেশি দূরে,
না কাছে।
একদম নির্দিষ্ট দূরত্বে,
নির্দিষ্ট ভালোবাসার চাদরে,
হৃদয়ের ঐ নির্দিষ্ট জায়গাটাতে
ঠিক যেমন রেখেছি তোমায়
নির্দিষ্ট দূরত্বে,
কিন্তু সমস্ত কল্পনাতে।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

  • আতকিয়া ফাইরুজ রিসা-এর "দোপাটি" পোস্টে
  • আতকিয়া ফাইরুজ রিসা-এর "দোপাটি" পোস্টে
  • আতকিয়া ফাইরুজ রিসা-এর "দোপাটি" পোস্টে
  • আতকিয়া ফাইরুজ রিসা-এর "দোপাটি" পোস্টে
  • আতকিয়া ফাইরুজ রিসা-এর "দোপাটি" পোস্টে

ফেইসবুকে সোনেলা ব্লগ