নাজমুল হুদা’র অনুকবিতা

নাজমুল হুদা ২৬ জুলাই ২০১৯, শুক্রবার, ০৫:০১:৫৬অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য

রটে যাবে
__নাজমুল হুদা

কবিদের সন্দেহ করতে এসো না;
ক্লান্তি গায়ে মেখে, ব্যর্থতায় বাড়ি ফিরে যাবে
বরং, ভালোবাসতেই এসো
থাকো, দেখো- কবিতায় ইতিহাস রটে যাবে।

.

মধ্যবিত্ত
__নাজমুল হুদা

মধ্যবিত্তের উচ্চাশা এভারেস্টের মতো
হয়ত টপকাও, নয়ত মচকাও
মধ্যবিত্তের প্রেমাশা মাকালের মতো
হাসতে দারুণ, বাসতে করুণ।

.

খেলাতত্ত্ব
__নাজমুল হুদা

আমি এখন সাপের খেলায় ভয় পাই না
আমি এখন বানর খেলায় খুব হাসি না

আমার এখন---
নেতা আর নীতিতে; ভয়ে ভয়ে আঁতকে উঠি
কথা আর আশ্বাসে; হাসতে হাসতে ঢলে পড়ি।

নেত্রকোণা, ময়মনসিংহ।

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ