নাগরিক

পাগলা জাঈদ ৯ ডিসেম্বর ২০১৩, সোমবার, ০৯:৩৫:১৯অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

নাগরিক বিভীষিকায় লালায়িত সমাজপতি
মন্ত্রীসভায় অহর্নিশি সভ্যতার বলাৎকার
বুদ্ধিজীবীর কলমে যখন জাফরান বশীকরণ
রাজপথে সে সময় কুকুর খুঁজে বেড়ায় আমার ভাইয়ের অবশিষ্ট্য।

একশত ষাট টাকার পেঁয়াজে ভুনা করব আজ গণভবনের ভিত
দাওয়াত রইল হে ভোরের কাঁক -
সাথে করে নিয়ে এসো ক' খাবলা হিউম্যান রাইটস।

এরপর বুনে যাব কিছু নেশালু অবগাহন
লাশের পিঠে আর কত দেখব লাশের বোঝা ?
ওরা বধির।
তাই তুমি আমি বুক চিতিয়ে বলব -
গণতন্ত্র নিপাত যাও ।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ