নাগরিক অভাব

নাজমুল হুদা ২৩ জুন ২০১৯, রবিবার, ১১:২৩:৪৬পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য

আঁকছি- একটি অভাবী মুখের অঙ্গচিত্র;

এ চোখেও কাজলের অভাব
এ কানেও ঝুমকোর অভাব
এ নাকেও নোলকের অভাব
এ গালেও টোলের অভাব
এ ঠোঁটেও লালের অভাব

পুরো মুখশ্রীতে আজ
মুখোমুখি সংঘর্ষের নিদারুণ অভাব।

অভাবেই কাটছে
সূর্যোদয় থেকে সূর্যাস্ত,সূর্যাস্ত থেকে সূর্যোদয়।

বলছি- লাজুক কাব্যের খোলস ভেঙ্গে
শুনছো কি?
এ নগরে অভাব অভাব হাহাকার
শুধু তুমি দীর্ঘমেয়াদী স্পষ্টভাষী
নাগরিকা, তোমার রসালো মনোতন্ত্রের অভাব।

নেত্রকোনা,  ময়মনসিংহ।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ