নাগরদোলা

এজহারুল এইচ শেখ ২৮ জানুয়ারি ২০১৩, সোমবার, ০২:৩৯:৪২অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

যা ভিড় ! চিৎকার ! চেচাঁমেচি !
কোলাহল ! একাকিত্বের বড়ি গলবার
জো নেই ! তা ও আমার এগিয়ে চলেছি
এর ঠেলা ওর গুতো খেতে খেতে
কেউ কারুর দিকে তাকায় না!আমিও না!শুধু আমাদের আধুনিক পথচলা!অনন্তকাল ধরে..

সামনে যেতে যেতে কারুর সাথে
হয় দেখা! কেউ আবার অদেখা !
কেউ থাকে আলোয়!কেউ অন্ধকারে
দাঁড়িয়ে থেকে আলোর পথের পথিক ও পথ দেখে!শুধু অপ্রাচীন আয়নার প্রতিফলিত রশ্মির, গুহায় থেকেও খোঁজ পড়ে...

এখন আমরা সবাই এক মেলায়!
ও ডাক্তার!ও ইন্জিনিয়ার!ও মাস্টার!
ও প্রফেসর!ও বিঞ্জানী!পাশে ওই যে
দাঁড়িয়ে ও হল কারিগর!দীনু শ্রমিক ! আমি হলাম গ্র্যাভিটেশন!

আমাদের সবার একজায়গায় মিল ! আমরা সবাই একই ভূমির ভূমিষ্ঠা ! আমারা সবাই সহপাঠী ! আমার মুখ না
দেখলে ওর চলে না ! ওর মুখ না দেখলে দিন কাটে না !

কিছুক্ষনের জন্য আমরা সবাই নাগরদোলায় চড়ি ! তারপর নেমে আসি ! আমি যখন নিচে নামি!
ওরা তখন উপরে বসে ! মাঝখানে নিত্যকালের হাকাহাকি ! কিরে কেমন আছিস?

এই ভাবে আমি ঘুরি!ও ঘোরে ! আমরা সবাই ঘুরি!ধরিত্রী সুর্যের চারিপাশে অনন্তকাল ধরে ঘুরে চলে ! শুধু গ্র্যাভিটেশন দুঃখ- যন্ত্রনায় আঁকড়ে রাখে ..

@ Home
Time-1:09pm
DaTe-28/01/13

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ