“নষ্টা মেয়ে”

গালিবা ইয়াসমিন ৩ মে ২০১৮, বৃহস্পতিবার, ১১:৪৮:২৩অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য


ঠাট্টা, মস্কারা , উপহাস করা হচ্ছে আমাকে নিয়ে ;
আমি নাকি নষ্টামেয়ে !
আমায় দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে ,
কারণ, আমি নাকি নষ্টামেয়ে !!
যখন চার-পাচঁটা যুবক রূপি কুকুরের থাবায় খুলে যাচ্ছিল আমার দেহ,
তখন তো তোমরা কেও বলনি ওরা নষ্টাপুরুষের দল।
আমিই নষ্টামেয়ে তাইতো !!!
মা-বাবা সমাজের ভয়ে যখন আমাকে ঘরে তুলেনি,
তখন কি কেউ বলেছিলে এটা নষ্টাসমাজ।
আমিই তো নষ্টামমেয়ে নোংরা সমাজের।
পেটের আর্তনাদে যখন পাগল আমি ঘুরছিলাম পথে-পথে,
কৈ তখন তো কেও বলনি নষ্টাপথ!?
নিজের শিক্ষায় যখন আহার জোগার করছিলাম -
তখন ঐ বড় বড় কর্তাদের চোখ আমার দেহের উপরেই ছিল,
তবুও তো কেউ বলোনি নষ্টাকর্তা-কাঠামো!?
পেটের আর্তনাদে উম্মাদ হয়ে যোগ দিলাম দেহ ব্যাবসা,,
হ্যা, আজ আমি নষ্টা,
তোমাদের নষ্টামস্তিষ্কের কারণে।
ভুল করে ছিলাম আমি সবার মত আত্তহত্যা না করে,,
কারন, কি জানো ???
তোমাদের ঐ ধর্ম, শিক্ষা, সমাজ একদিন আমায় শিখিয়েছিল -
"আত্মহত্যা মহাপাপ ",
তাই আজ আমি নষ্টামেয়ে।
মুখ ফিরিয়ে নিচ্ছে ওরা আমায় দেখে,
কারণ, ওরা মানুষ আর আমি নষ্টামেয়ে।
আমায় নিয়ে নিত্যনতুন খেলা মেতে উঠছে রাতে,
সকাল হতেই আমি ঝরা পাতা নর্দমার পাশে,
কারণ, আমি নষ্টামেয়ে।
তোমাদের নোংরা মানুষিকতার,
নোংরা সমাজের আমি নষ্টামেয়ে।

-গালিবা ইয়াসমিন
(২৩/০৭/২০১৬)

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ