নবরত্নের ইতিবৃত্ত

জি.মাওলা ১৮ মার্চ ২০১৪, মঙ্গলবার, ১১:৪৫:২৬অপরাহ্ন বিবিধ ৪ মন্তব্য

নবরত্নের ইতিবৃত্ত

 

 

ইতিহাস পাঠকালে আমরা নবরত্ন নামে একটি শব্দ শুনে থাকি। এই নবরত্ন নামে ইতিহাসে ২টি রাজার বিখ্যাত সভাসদের বুঝিয়ে থাকে। আর একটি নবরত্ন বিদ্যমান এটিও বিখ্যাত একটি বিষয়ের সঙ্গে জড়িত। আর সেটি হল জৌতিশাস্ত্রে উল্লেখিত ৯টি পাথর

(১।মুক্তা,

২।মাণিক্য,

৩।বৈদূর্য,

৪।গোমেদ,

৫।বজ্র,

৬।বিদ্রুম,

৭।পদ্মরাগ,

৮।মরকত,

৯।নীলকান্ত-এই নয়টি রত্ন )।

তবে আমার আলোচনা আজ নবরত্ন নামে পরিচিত দুইজন রাজার সভাসদের নিয়ে।

যে দুইজন রাজার সভাসদরা নবরত্ন নামে পরিচিত ছিল, এই দুই রাজা হলেন----

১।দ্বিতীয়চন্দ্রগুপ্ত( চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য)

২।জালালউদ্দিনমোহাম্মদআকবর

১। দ্বিতীয়চন্দ্রগুপ্ত [Chandragupta II Vikramaditya] (৩৮০খ্রিস্টাব্দথেকে - ৪১৫খ্রিস্টাব্দপর্যন্ত) : 

এক নজরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত

গুপ্ত সম্রাট----- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

রাজত্বকাল-----       ৩৭৫-৪১৫ সিই

পূর্বসূরি--------       রামগুপ্ত

উত্তরসূরি-----প্রথম কুমার গুপ্ত

স্ত্রী-----------ধ্রুবস্বামীনী

পিতা---------সমুদ্রগুপ্ত

মাতা---------দত্ত দেবী

ধর্মবিশ্বাস--------হিন্দু

 

 

>>> দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভার নবরত্নদের নাম:

মহাকবি কালিদাসেরজ্যোতির্বিদ্যা ভরণগ্রন্থেমহারাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের (বিক্রমাদিত্য নামে খ্যাত) নবরত্ন সভার নবরত্নদের নাম পাওয়া যায়

ধন্বন্তরি-ক্ষপণকামরসিংহ-শঙ্কু-বেতালভট্ট-ঘটকর্পর-কালিদাসাঃখ্যাতোবরাহ মিহিরোনৃপতেঃ সভায়াংরত্নানি বৈবররুচির্নব বিক্রমস্য

অর্থাৎ : নৃপতি বিক্রমের সভায় যেনয়জ নরত্ন

) ধন্বন্তরি

) ক্ষপণক

) অমরসিংহ----সংস্কৃত ব্যাকরণবিদ

) শঙ্কু

) বেতাল ভট্ট

) ঘটকর্পর

) কালিদাস-- কবি-সাহিত্যিক

) বরাহ মিহির---জ্যোতিবিঞ্জানী-গণিতবিদ

) বররুচি

 

 

 

২।জালাল উদ্দিন মোহাম্মদ আকবর:

এক নজরে আকবরঃ  

পূর্ণনাম--    আব্দুল-ফথ জালাল  উদ্দিন মোহাম্মদ আকবর

উপাধি--His Majesty Al-Sultan al-'Azam wal Khaqan al-Mukarram, Imam-i-'Adil, Sultan ul-Islam Kaffatt ul-Anam, Amir ul-Mu'minin, Khalifat ul-Muta'ali Sahib-i-Zaman, Padshah Ghazi Zillu'llah ['Arsh-Ashyani], Emperor of India

সমাধিস্থল     --Bihishtabad Sikandara, Agra

পূর্বসূরি--হুমায়ুন

উত্তরসূরি--    জাহাঙ্গীর

সন্তানাদি----জাহাঙ্গীর সহ  আরও   পাঁচ ভাই ও ছয় বোন

রাজবংশ--    মুগল

পিতা--  হুমায়ুন

মাতা---- নয়াব হামিদা বানু বেগম সাহেবা( ১৫৩০-১৬০৪)

 

>>>আকবরের   নবরত্ন  সভার নবরত্নদের  নাম: 

আকবরের সভাসদদের মধ্যে নবরত্ন হিসেবে যারা ইতিহাস খ্যাত হয়ে আছেন,

) আবুলফজলে-----প্রধান পরামর্শ দাতা 

 

 ) তানসেন---হিন্দি গানের সঙ্গীত বিশারদ, সভা গায়কতাঁর  আসল  নাম  আতা আলিখাঁতানসেন ছিল  উপাধি

 

 )টোডরমল---অর্থনীতিক বিশারদ( আকবরের অর্থমন্ত্রী)  

 

 )বীরবল--- হাস্যরসিক ও উপস্থিত বুদ্ধির অধিকারী।  

 

 )মোল্লাদো পেয়াজা---  পরামর্শদাতা  

 

)আব্দুলর হিমখান---- পার্সি, হিন্দি ভাষার কবি

 

 ) ফকির আজিআউদিন--- পরামর্শদাতা  

 

 )রাজা মানসিং--- প্রধান সেনাপতি ও বীর

 

 )ফাইজি---- কবি এবং আবুল ফজলের ভাই।

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ