নতুন পৃথিবী

ইঞ্জা ২৬ মার্চ ২০২০, বৃহস্পতিবার, ০২:৪৭:১২অপরাহ্ন পরিবেশ ৩২ মন্তব্য

 

করোনায় আক্রান্ত পুরো পৃথিবী, হাতে গোনা কয়েকটি দেশ বাদে পুরো পৃথীবি এখন লকডাউন, বদলে গেছে এই বিশ্বের চরিত্র, মানুষ এখন বাঁচার তাগিদে ঘরে, হোম কোয়ারেন্টাইন মেনে চলেছে সারা বিশ্ব, সব কিছুই থমকে গেছে করোনার ভয়াল রুপে, যানবাহন হিন রাস্তা, শিল্প কারখানার কালো ধোয়া নেই এখন আকাশে, সব কিছুই এখন বন্ধ, পৃথীবির অর্থনীতি এখন করোনার করালগ্রাসে, জানিনা কবে আবার সব সচল হবে?
করোনা আক্রান্ত বিশ্বকে বাঁচাতে ভ্যাকসিন আসতে এখনো বারো থেকে ষোলো মাস লাগবে, ততদিনে এই বিশ্ব ভ্রম্মান্ড এক তৃতীয়াংশ মানুষ করোনার কবলে হয়ত আক্রান্ত হবে, যার অনেকাংশ মারা যাবে।

কিন্তু লক্ষণীয় ভাবে বদলে গেছে আমাদের এই পৃথীবি, বায়ুদূষণ কমে গেছে উল্লেখযোগ্য হারে, ডলফিনরা ফিরে আসছে লোকালয়ের কাছাকাছি, আমেরিকার আকাশ এখন ৫০% দূষণমুক্ত, তদরুপ অন্যান্য দেশ গুলোর বায়ু দূষণ কমে গেছে, বায়মন্ডলে নাইট্রোজেনের মাত্রা কমতে শুরু করেছে, মেরুর বরফ গলা বন্ধ হয়ে যাচ্ছে।
হয়ত এক বছর পর এই পৃথিবী  ফিরে পাবে ৫০০ বছর আগের পৃথিবী, বদলে যাওয়া এই রূপ আমরা যারা বেঁচে থাকবো তারা উপভোগ করবে নতুন আরেক পৃথিবী

এখম বিশ্বের প্রায় দেশ থেকে রাতের আকাশের উজ্জ্বল রূপ দেখা যায়, যা কয়েক সপ্তাহ আগেও সম্ভব ছিলো না।
বিশুদ্ধ বায়ু প্রবাহ শুরু হয়ে গেছে, এই বায়ুতে থাকবেনা কোন রোগ বালাই, থাকবেনা ক্যানসার সহ বিভিন্ন রোগ ব্যাধি কমে যাওয়া শুরু হয়েছে।
ফিরে আসছে পরিযায়ী পাখিরা, বেড়ে যাবে মানুষের গড় আয়ু।
পত্র পল্লবের হাসিখুশি চেহেরা ফিরে আসছে, ধুলি দুষোরিত বায়ুমন্ডল ফিরে পাচ্ছে তার সেই পুরোনো রূপ।
কমে যাচ্ছে পৃথীবির উষ্ণতা, বদলে যাবে মানুষ, বন্ধ হবে গ্লোবাল ওয়ার্মিং।

হে মানুষ, করোনা তোমাদের জন্য অভিশাপ হতে পারে, কিন্তু পরিবেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছে, এই পৃথ্বী তার প্রতিশোধ নিলো কিভাবে দেখো, দেখো তোমাদের অনাচার গুলো কিভাবে বন্ধ করে দিলো।
এভেবেই পৃথীবি তার প্রতিশোধ নিয়ে ফিরিয়ে আনছে তার পুরোনো রূপ।

কি চিন্তা করতে পারো নতুন পৃথীবিকে, ভাবতে পারো ভেঙ্গেচুরে যাওয়া সেই অর্থনীতির পুরনো রূপ?
আসছে, আসছে সে তার সেই পুরোনো রূপে।
কি বেঁচে থাকতে ইচ্ছে করে?
চেষ্টা করো বেঁচে থাকার, যদি বেঁচে যাও তাহলে এই নতুন পৃথীবি অপেক্ষা করছে তোমাকে স্বাদর সম্ভাষণ জানাতে।

বাঁচতে শিখো, বাঁচতে শিখাও, অপেক্ষা করো নতুন পৃথ্বীর রূপ আস্বাদন করতে।

সমাপ্ত।

ছবিঃ গুগল।

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ