নক আউট...রম্য-০.০১

নক আউট হয় অনেক ক্ষেত্রে
চাকরী, খেলায়, প্রেমে,
কত্তো মানুষ থমকে গেছে
নক আউটের ফ্রেমে।।

এমন আউট হবার পরে
যতই করুক টক,
বিকল্প পথ আর থাকেনা
অনেকে খায় শক্।।

কিক্ আউট...রম্য-০.০২

রাজনীতিতে কিক আউট হয়
কেউবা ট্রেপে এ পড়ে,
কিক্ আউট হয় অফিস এবং
রাজপথে আর ঘরে।।

মানুষ নাকি বাড়লে বেশি
এমন আউট হয়,
এই আউটের রেজাল্ট কিন্তু
মোটেও ভাল নয়।।

ওয়াক আউট...রম্য-০.০৩

সেচ্ছাতে যে প্রত্যাহার হয়
নামটা ওয়াক আউট,
এমন হলেই কানাঘুষা
কেউবা করেন ডাউট।।

ওয়াক আউটের নজীর খোঁজ
অনেক জা’গায় পাবে,
ওয়াক আউট হয় সংসদে আর
মিল, সমিতি, ক্লাবে।।

মাল খেয়ে আউট...রম্য-০.০৪

এই সমাজে রুপি ভদ্র এবং
ফেরেব্বাজ আর টাউট,
হতাশা বা ইমোশনেও
মাল খেয়ে হয় আউট।।
মদ, গাঁজা আর হেরোইনের
বিকল্প নাম মাল,
অধিক খেয়ে অনেক লোকেই
হারিয়ে ফেলে তাল।।

 

বিঃদ্রঃ এই লিখাটার প্রথম প্রকাশ ২০০০ সালে উন্মাদে, কিন্তু আমার সঠিক তারিখ মনে নেই। আমার আগের একটা পোষ্টে শুন্য শুন্যালয় আমাকে বলেছিলেন, আমি যেন উন্মাদের লিখাগুলো এখানে দেই। তাই আমার কাছে যে কয়টা লিখা আছে তা থেকে একটা পোষ্ট দিলাম। তবে আমার সব লিখা এখন আর আমার কাছে নেই হারিয়ে গেছে আমার নিদারুন উদাসীনতায়। সবার জন্য বৈশাখের শুভেচ্ছা এবং শুভকামনা।

ইহা একটি রম্য কাব্যগুচ্ছ। কারো জীবনের সাথে ডানে বামে চামে চিকনে মিল খাইলে আমি উন্মাদ দায়ী নই। কারন জানেনতো পাগলে কিনা বলে।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ