১৯৪১ সালের ১১ ই ডিসেম্বর জাপানের ১৫ ডিভিশন সৈন্য বাহিনীর বার্মা আক্রমন করার মধ্য দিয়ে এই উপমহাদেশে ব্রিটিশ বাহিনীর সঙ্গে জাপানিজ বাহিনীর প্রত্যক্ষ যুদ্ধের সুচনা হয়। আগ্রাসী জাপানিজ সৈন্য বাহিনীর হাত থেকে এই ভারতীয় উপমহাদেশ রক্ষা এবং হারানো রাজ্য বার্মা পুনরুদ্ধারের মিশনে জেনারেল উইলিয়াম স্লিমের নেতৃত্বে মাঠে নামে ব্রিটিশ বাহিনী। ১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জাপানিজ বাহিনীর সঙ্গে ব্রিটিশ বাহিনীর বেশ কিছু রক্তক্ষয়ী লড়াই হয় যার মধ্যে অন্যতম কোহিমার যুদ্ধ ,আরাকানের যুদ্ধ ইত্যাদি । ১৯৪৫ সালের ৬ই মে জেনারেল ফ্রাঙ্ক মেসারভের নেতৃত্বে ব্রিটিশ বাহিনীর রেঙ্গুন দখলের মধ্য দিয়ে এই ফ্রন্টে যুদ্ধের সমাপ্তি ঘটে। বিভিন্ন ফ্রন্টে নিহত ব্রিটিশ সৈন্যদের উপযুক্ত মর্যাদায় সমাহিত করার উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয় বেশ কিছু ওয়ার সিমেট্রি যার দুটোর অবস্থান আমাদের এই স্বাধীন বাংলাদেশে। একটি চট্টগ্রামে অপরটি কুমিল্লা শহর থেকে ৭ কিলোমিটার পশ্চিমে ময়নামতিতে অবস্থিত। যারা ষ্টিফেন ষ্পিলবার্গের সেভিং প্রাইভেট রায়ান সিনেমাটা দেখেছেন তারা হয়তো এই ধরনের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ওয়ার সিমেট্রির সঙ্গে পরিচিত আছেন। সবমিলিয়ে ৭৩৬ জন সৈন্যকে সমাহিত করা হয়েছে ময়নামতির এই ওয়ার সিমেট্রিতে। এলাকার লোকজনের কাছে এটি ইংরেজদের কবরস্থান নামে পরিচিত হলেও এখানে শুধু ইংরেজরাই নয়, ঘুমিয়ে আছে ওয়েষ্ট আফ্রিকান ডিভিশন, নাইজেরিয়ান ডিভিশনের অনেক আফ্রিকান সৈন্যও। নিজের জীবন দিয়ে ব্রিটিশদের সাম্রাজ্য রক্ষায় অবদান রাখলেও আফ্রিকার এই কালো মানুষদের অতুলনীয় বীরত্বের কথা মনে রাখেনি সাম্রাজ্যবাদীদের তৈরী এই নিষ্ঠুর ইতিহাস। এই নিষ্ঠুর ইতিহাস উপযুক্ত সম্মান দেয়নি যুদ্ধে অংশ নেয়া ভারতীয় সৈন্যদেরও। ময়নামতির এই ওয়ার সিমেট্রির এক কোণায় সমাহিত করা হয়েছে কিছু পরাজিত জাপানিজ সৈন্যকে। ভিনদেশী এই সৈনিকদের সমাধি গুলো পড়ে আছে অযত্নে, অবহেলায়। বীর ভোগ্যা এই বসুন্ধরায় পরাজিতদের আর কেইবা সম্মান দেয় ...

আফ্রিকান রাইফেলসের কর্পোরাল কিলিয়ানি ইয়েঙ্গানার সমাধিফলক

কিছুদিন আগে কুমিল্লায় ঘুরতে গেলে গিয়েছিলাম সেখানে, ছবিগুলোও সেখানে তোলা। যারা কখনো যান নি সময় পেলে ঘুরে আসতে পারেন দ্বিতীয় বিশ্ব যুদ্ধের স্মৃতি বিজড়িত ময়নামতির এই ওয়ার সিমেট্রি থেকে, ভাল লাগবে। কল্পনায় হয়তো নিজেকে ফিরিয়ে নিয়ে যেতে পারেন সাত দশক আগের সেই ঝঞ্ছা বিক্ষুদ্ধ দিনগুলোতে। মাত্র বিশ বছর বয়সে প্রান হারানো সার্জেন্ট ষ্ট্যাফোর্ডের সমাধির দিকে তাকিয়ে হয়তো উপলব্ধি করতে পারবেন মানুষের সাম্রাজ্য বিস্তারের এই যুদ্ধ গুলো কতটা নির্মম, কতটা নিষ্ঠুর, কতটা বিষাদময় ...'

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ