রূপকথার দৈত্যের যেমন-
টিয়ার মাঝে প্রাণ,
তেমনি আমার প্রাণ পাখি-
তুমি জানের জান।
টিয়ার কষ্ট হলে যেমন-
দৈত্যের কষ্ট হয়,
তোমার কষ্টই আমার কষ্ট-
এটা মিথ্যা নয়।
দৈত্য যেমন প্রাণ টিয়াকে-
রাখে লুকিয়ে,
একটু আড়াল হলে প্রাণটা-
যায় যে শুকিয়ে।
ততদিন দৈত্য বাঁচে-
প্রাণ টিয়া বাঁচে যতদিন,
যতদিন তুমি বাঁচবে-
আমি বাঁচবো ততদিন।
রূপকথার গল্প নহে-
এটাই মনের ভাষা,
তোমায় ঘিরেই এই মনের-
স্বপ্ন যত আশা।

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ