“দৃষ্টিকোণ অথবা তুমি অথবা……………”

শান ২৭ জানুয়ারি ২০১৫, মঙ্গলবার, ০২:১৬:৫০অপরাহ্ন বিবিধ ৬ মন্তব্য

অক্ষ রেখা বক্ষ চিড়ে
দ্রাঘিমাতে যায়;
কৌণিক সব কষ্টগুলো
মুহূর্তে লোপ পায়!!

বুলিয়ানের গোলোক ধাঁধায়
১ নিয়েই মরি;
ফার্মা যেথায় দেখিয়ে গেছেন
শূন্যই অপ্সরী!!

তিনি তো আর যাননি বলে
পরের সিরিজ কি?
ওই চোখেরই চাহুনিতেই
বুঝে নিয়েছি!!

যন্ত্র ভাষায় ০ ১ এর
যন্ত্রনা যায় গোনা;
মন্ত্রনা দাও, হাতটি ধরো
ফলবে ২ এর সোনা!!

পিথাগোরাস চালাক অনেক
নাম কিনেছেন ফাঁকে !
ইউক্লিডও স্বর্গে বসে
তোমার ছবি আঁকে!!

অ্যানাটমি অ্যাাস্ট্রলজি
হিসেবে যে খুব ভারী-
চোখের মনি শূন্য কেন;
তোমার সাথে আড়ি!!

এই সালকের সংশ্লেষণে
জীবের দুটি ধারা !!
আলোকবর্ষ দূরে তবু
আমি তোমায় ছাড়া!!

সংখ্যা আমায় অংক শেখায়
এই শহরের বাঁকে ,
আর জ্যামিতি বাড়ায় তফাৎ-
খুঁজি মমির ফাঁকে!!

শূন্য তুমি, শূন্য আধার;
শূন্য যে আজ আমি ! !! !!!
নাও না মেনে, অর্ধব্যাসে-
আমার এ পাগলামি!!!!

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ