দাবিনামা

নাজমুল হুদা ৩১ মে ২০২০, রবিবার, ১১:২২:৩১পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য
কষ্ট রোপনে জায়গা নাই
জীবনমেয়াদি কোনো ভোক্তা নাই
.
এবার    >     জমতে জমতে বরফ হোক
        |           গলতে গলতে কেউ
আমার হোক।
.
কষ্ট ভোগের নিয়ম নাই
বন্টনক্রিয়ায় পরস্পরের সুখ নাই
.
এবার    >     পুড়তে পুড়তে কয়লা হোক
        |           নিভতে নিভতে কেউ
আমার হোক।
.
এবং             কষ্ট আছে অনেক খাতে
                    সকাল,দুপুর,গভীর রাতে
.
তারপর           কথায় কথায় বদল হোক
           |          মনের খামে মনের কষ্ট
তোমার আমার যৌথসভায় দলিল হোক।
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ