ত্যাগ

মনির হোসেন মমি ১৩ অক্টোবর ২০১৩, রবিবার, ১১:১৬:০৪অপরাহ্ন বিবিধ ১১ মন্তব্য

আসছে ঈদুল আজহা।হযরা ঈব্রাহীম আঃ এর পুত্র হযরত ইসমাঈল আঃ কে কোরবানীর মাধ্যমে মহান আল্লাহ তা আলা দুনিয়ার সামর্থবান মানুষদের উপর কোরবানী ফরজ করেন।সেই দিন যখন ঈব্রাহীম তার সবচেয় আদরের এবং সুন্দর সন্তানকে আল্লাহ সন্তুষ্টি লাভে ত্যাগ স্বীকার করতে হযরত ঈসমাইল আঃ এর গলায় ছুরি চালায় তখন আল্লাহ তার কুদরতি ভাবে সেখানে ঈসমাইল আঃ এর স্হলে দুম্ভার গলায় ছুরি চালিয়ে কোরবানী করেন।তখন থেকেই মানুষের বদলে হালাল পশু কোরবানী জায়েজ করেন।নতুবা আজও মানব জাতিকে তার সবচেয়ে পিয়ারে বান্দাকে কোরবানী দিতে হত।

প্রতি বছর কোরবানী ঘুরে ফিরে আসে।আল্লার সন্তুষ্টি লাভের আশায় এক দিনে হাজার হাজার হালাল পশুকে আমরা কোরবানী করি।অনেক আনন্দ নিয়ে কোরবানীর মাংস বিলি করি প্রথমে নিকট আত্মীয় এবং গরীব প্রতিবেশীর মাঝে ইসলামী আইন অনুযায়ী।অনেকে দিক-বেদিক ভূলে মাংস এমন খাওয়া খান শেষ পর্যন্ত পেটের অবস্হা বারোটা বাজিয়ে দেন।এ রকম বদ অব্যাস থেকে বিরত থাকাই বাঞ্ছনীয়।কোরবানীর  পর অবশ্যই পশুর বর্জ্য গুলোকে একটি গর্তে পুতে রাখবেন।এতে রোগ জীবানু থেকে রক্ষা পাবেন।

সকল ব্লগার বন্ধুদের ঈদের শুভেচ্ছা।সময় পেলে আমাদের শীতলক্ষ্যা নদী তীরে সিদ্ধিরগঞ্জ বাজার রোড (MPগিয়াস উদ্দিন) নাঃগঞ্জ আসতে ভূলবেননা কিন্তু।

 

 

আমাদের শহরটাকে আমরাই রাখিব জীবানু মুক্ত।

আগামী প্রজন্মের তরে.............

এই হোক আমাদের অঙ্গীকার.........

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ