তোমার জন্য

সঞ্জয় মালাকার ২০ নভেম্বর ২০১৯, বুধবার, ০২:৪৯:৩৭অপরাহ্ন অন্যান্য ১০ মন্তব্য

সময় পরিবর্তনে এই যে আমরা মরি কিসের এ-তো বাহাদুরি মিথ্যে হাটহাজারী।

তোমার জন্য,,

এই যে এ-তো মারামারি
বলোতো তুমি কিসের জন্য,
এই যে মিছিল স্লোগান
কেনো এতো অভিমান!

ট্রাফিক জ্যামে আটকা বাস
শিশুদের জীবন সর্বনাশ,
হাতে গোলাপ সেই যুবকটি
অন্ন খোঁজে সারামাস!

জানালা দিয়ে মুখ বাড়িয়ে
দেখছে সবাই পথে লাশ,
লজ্জা সমাজ, চোখ অন্ধ
চোখের সামনে সব বিনাশ!

এই যে এ-তো কাণ্ড জানো
স্বার্থ জীবনের নতুন শ্বাস,
বাঁচার জন্য কিছু করো
সমাজ ধরে বাঁচাতে শিখো!

এই যে এ-তো হাহুতাশে
গরীব মরে ভাতের অভাবে,
সমস্যাগুলো আতিথ্য অপূন্যই
সমাজ নিয়ে প্রশ্ন তুলে।

গোলাপ হাতে সেই যুবকটি দাঁড়িয়ে
মেসেজে গুলো দিচ্ছে হেঁসে,
প্রাণ বাঁচাবার যুদ্ধে সে
নিত্য সৈনিক ছুটির শেষে।

এই যে এ-তো মারামারি
কি জন্য করছ এসব,
তোমার জন্য স্বার্থ ভুলে
যুবক টাই দিচ্ছে মেসেজ।

  • এই যে এ-তো হত্য কাণ্ড
    দুই একজনের সমস্যা ধরো,
    রক্ত পথে ট্রাফিক জ্যেমে
    মায়ে চোখে অশ্রু ঝরে।

রাস্তা গুলো মানব হিন্য,
শব্দ গুলো শব্দ শূন্য।

সঞ্জয় মালাকার //

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ