তোমার অপেক্ষায় আছি

ফজলে রাব্বী সোয়েব ৪ জুলাই ২০২০, শনিবার, ০৩:০৬:২৮অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে হচ্ছে দীর্ঘতর।

আসবে তুমি আমার কাছে, একদম নতুনরূপে,

বসন্ত চলে এলে বিবর্ণ পাতাগুলো

যেমন সবুজ সতেজ হয়,

প্রচন্ড খরতাপে শুকিয়ে যাওয়া মরা নদীতে

বানের জল যেমন মাতিয়ে দেয়

বাঁধভাঙা স্রোতের উৎসবে,

ঠিক তেমনি আমি মাতোয়ারা হয়ে উঠতে চাই

তোমার ভালবাসার ছোঁয়ায়।

 

আমাকে এখন বলতে পার একটা মরা গাঙ্,

কিংবা বলতে পার সেই বৃক্ষ যাকে বার বার

ক্ষত বিক্ষত করলেও বের হবে না এতটুকু কষ!

অথবা বলতে পার সেই মরুভূমি যেখানে

বছরের পর বছর বৃষ্টি তার পরশ বুলিয়ে যায় নি।

 

তাইতো অপেক্ষায় আছি তোমার,

তোমার ভালোবাসায় আবার নতুন করে

জীবন সাজাবো বলে,

তোমাকে আরও ভালোবাসবো বলে।

অপেক্ষায় আছি তোমার,

তা হোক কিছু দিন, কিছু মাস, কিছু বছর,

হোক অনন্তকাল!

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ