তোমাকে দেখে!

মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী ২৫ জুন ২০২০, বৃহস্পতিবার, ০৬:১৬:৫৮অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য

 

তোমাকে দেখে আচমকা !
হৃদয়ে জেগেছে তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা। ।
হৃদয় মন হয়েছে রোমাঞ্চিত আর শিহরিত।
হৃদয় আমার হয়েছে আনন্দে আবেগাপ্লুত।
চেয়েছিলাম তোমাকে চিরদিন পাশে।
তোমাকে নিয়ে বাঁচবো প্রতিটি নিঃস্বাসে।
জানিনা কেন আমায় ফেলে চলে গেলে কোন অজানায়।
পাইনি তোমার ঠিকানা তারপরেও অনেক খুঁজেছি তোমায় ।
তবুও আমার দিন যায় রাত কাটে তোমারই অপেক্ষায়।
ঘুম আসেনা শীত গ্রীষ্ম বর্ষা আর বর্ণিল জ্যোৎস্নায়।
পাখির সুর শীতের শিশির রিমঝিম বর্ষার প্রকৃতির অপরূপ শোভা।

কোনো কিছুই লাগেনা ভালো লাগেনা মনোলোভা।
তুমি রূপসী অনন্যা আমার ভালবাসার অনবদ্য কবিতা।
দাও না তুমি ধরা প্রেম নিয়ে কেন করো এতো ভণিতা।
দেখে আবার তোমাকে হৃদয়ে আমার জেগেছে আনন্দের দোলা।
আনন্দে উচ্ছ্বসিত হই প্রেমকাননে বসেছে যেন প্রেমের সুন্দর মেলা।
অবশেষে এলে প্রেমের কবিতা হয়ে আমার জীর্ণ কুঠিরে।
প্রেম প্রীতি ভালোবাসা পূর্ণতা পেয়েছে মোর হৃদয় মন্দিরে।

মায়া মমতা ভালবাসায় সিক্ত হৃদয় আমার আজ বড্ড দিশেহারা।
তোমাকে ছাড়া জীবন আমার অপূর্ণ ছিল যেন একেবারে ছন্নছাড়া।
আমার জীর্ণ কুঠিরে জানিয়ে অভ্যর্থনা আলিঙ্গন করে কপোলে দিলাম চুম্বন।
দুই হৃদয়ে লেগেছে প্রেমের দোলা দেহমন আর প্রাণে লেগেছে অনাবিল শিহরন।
তুমি সজোরে আঁকড়ে ধরে বললে দেখ হয়েছে আমাদের মধুর মিলন।
আমাদের নব যাত্রা শুভ হবে অটুট রবে আরও সুদৃঢ় হবে প্রেমের বন্ধন।

দুই প্রেমিক প্রেমিকার হৃদয় আর মনের মধুর মিলনে।
প্রকৃতিতে যেন ফুল ফুটে পাখি উড়ে ভ্রমর ছোটে মধু আহরণে।
পাখিরা কিচির মিচির করে আকাশে ছেড়ে দিয়েছে ডানা।
আমরাও আকাশে হাসি শূণ্যে ভাসি পেয়েছি যেন পাখির ডানা।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ