তুমি নারী

ফাহাদ মিয়া ২২ মার্চ ২০২১, সোমবার, ০৭:১২:৪৪অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য
তুমি নারী,
তুমি আগুন, আবার তুমিই পানি,
তুমি জ্বালাও মনে আগুন, আবার তুমিই ঢালো পানি।
তুমি নারী,
তুমি চাইলেই ভালোবাসতে পারো,
আবার ঘৃণায় দূরে ঠেলে দিতেও দ্বিধা নেই তোমার।
যাকে ভালোবাসো মনে প্রাণে,
আবার তারাই তব হৃদয়ে আঘাত হানে!
তুমি নারী,
তুমি চাইলেই বদলাতে পারো নিজেকে,
তুমি চাইলেই বদলে দিতে পারো পুরো পৃথিবী।
তুমি মা,
তুমি বোন,
তুমি কোনো বাবার সন্তান,
তুমিই পুরুষের অনুপ্রেরণা!
তুমি পুরুষের ভক্তি,
তুমি পুরুষকে দাও বিষন্নতা থেকে মুক্তি!
তুমি ভালোবাসতে জানো মনে প্রাণে,
অভাগারা শুধুই তোমায় ব্যবহার করতেই জানে।
তারা বুঝে না,তুমি ভালোবাসতে জানো,
ঘৃণাও ছড়াতে জানো অভিমানে!
তুমি নারী,
এবার না হয় ঘৃণা ছড়াও,
ঐসব মানুষের বিরুদ্ধে,
যারা তোমাকে ব্যবহার করে নিজেরা ভালো থাকতে চায়,
মন খারাপের দিনে তোমাকে পাশে পায়।
জীবন থেকে ধুঁয়ে মুছে দাও ঐসব অকৃতজ্ঞদের,
যারা তোমাকে বুঝতে চায়না,
যারা তোমার কদর বুঝে না।
তুমি নারী,
তুমি আগুন,
আবার তুমিই পানি।
এবার বুঝিয়ে দাও তাদের , তুমিও পারো,
হ্যাঁ তুমিও পারো ঘৃণা ছড়াতে স্বার্থপরদের বিরুদ্ধে,
তুমি রুখে দাঁড়াতে পারো অন্যায়ের বিরুদ্ধে।
তুমি নারী,
তুমি কালজয়ী,
তুমি মা হয়ে শাসন করতে জানো,
আর বোন হয়ে আদর।
তুমি স্ত্রী হয়ে ভালোবাসতে জানো,
আগলে রাখতে জানো, হয়ে গায়ের চাঁদর।
তুমি নারী,
তুমি পাল্টাও,তুমি বদলে যাও,
অবহেলায় বুক পাষাণে বেঁধে নাও।
ঘৃণা ছড়াও তোমার হৃদয় ভেঙ্গে দেয়া মানুষের বিরুদ্ধে।
এবার অবহেলা ছুঁড়ে মারো তাদের দিকে,
যারা তোমায় আঘাত করে, মারে ধুঁকে ধুকে।
দেখিয়ে দাও এবার তুমি,
নারীর অবহেলার সেই ভয়ংকর রুপ,
তুমি নারী ,
তুমি চাইলেই বদলে যাবে পুরো পৃথিবী,
অবাক দৃষ্টিতে সবাই তাকিয়ে দেখুক,হয়ে যাক চুপ।
কবিতাঃতুমি নারী।
লেখায়ঃ মোঃ ফাহাদ মিয়া।
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ