তোমার কবি

ফাহাদ মিয়া ২১ জুলাই ২০২১, বুধবার, ০৩:২৭:৪৮অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
  • কাগজে কিংবা কোনো ডায়েরিতে কবিতা না লিখে যদি তোমার কপালে কবিতা লিখি?
  • যদি কলমের পরিবর্তে নিজের ঠোঁট দিয়ে হাজারটা কবিতা লিখে দেই তোমার কপালে?

 

যদি নির্লজ্জ হই?

তোমার দিকে কেউ মন্দ নজর দিলেই তার সামনেই যদি হাজারটা চুমু দিয়ে বসি?

আমি চাই সবাই জানুক,

কবিরও একটা প্রেমিকা আছে,আর তোমার আছে একটি কবি।

আকাশে মেঘের ঘনঘটায় যদি বৃষ্টির আগেই তোমাকে ছুঁয়ে দেই?

আর তখন হিংসায় বৃষ্টিরা মাটিতে লুটিয়ে পড়ে যদি ঝরঝর চিৎকারে?

যদি তোমাকে নিজের মতো করে আঁকি?

এলোমেলো চুল,কপালে কালো টিপ,আর গায়ে জড়িয়ে দেই নীল শাড়ি?

রাতের আকাশে চাঁদ জোছনা বিলানোর আগেই যদি আলিঙ্গন বিলিয়ে দেই?

যদি অনন্ত মহাকাল তোমার মাঝেই আমাকে খুঁজি?

যদি তোমার পিঠের ভাঁজে কবিতা লিখি?

যদি তোমার শরীর না জাগিয়ে তোমার মন জাগিয়ে দেই?

যদি তোমাকে স্পর্শ করে প্রেমের ফুল ফোটাই?

কামনা আর প্রেম যদি তোমার মাঝে রাখতে চাই অনন্ত মহাকাল?

রেখে দিবে নাকি হাসির ছলে হাওয়ায় ভাসিয়ে দিবে সব?

তবে হোক আমার এই বুকটা তোমার জন্য নীল আসমান।

এই আসমানে মাথা রেখে আসমান ভেদ করে তার হৃদয় দেখতে শিখো।

কবির কবিতা বুঝার পাশাপাশি কবির দুঃখ বুঝতে শিখো।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ