তিনি ( ৩য় পর্ব )

প্রিন্স মাহমুদ ৫ ডিসেম্বর ২০১৩, বৃহস্পতিবার, ০৮:৪৫:৩১পূর্বাহ্ন গল্প, রম্য, সমসাময়িক, সাহিত্য ১০ মন্তব্য

 

সন্ধেবেলায় আরিফ সাহেব বাসায় গিয়ে দেখেন বউ কুসুম বাজারের ব্যাগ নিয়ে হাজির । সাথে বিশাল বাজারের লিস্ট ।

উনি বউয়ের দিকে বিরক্তির চোখে তাকালেন । বউ তাকে পাত্তাও না দিয়ে বলল , কাজের ছেলে বাড়িতে গেছে ।

সে না আসা পর্যন্ত তুমি এই দায়িত্ব পালন করবে । আরিফ সাহেব বেজার মুখে বাজারের পথ ধরলেন ।

 

বউ লিস্টে ইলিশের নাম লিখেছে । বৈশাখের শুরুতে ইলিশের দাম আকাশ নয় , মহাকাশ ছোঁয়া হয়ে যায় ।

তিনি তাই দেখলেন । ইলিশ নেয়ার সামর্থ্য তাঁর নেই । গতবছর কোরবানির সময় খুব চেয়েছিলেন একা একটা ছাগল কোরবানি দিবেন ।

পারেননি । ইলিশ নেয়ার সাহস তিনি করলেন না । আরও দেখলেন ইলিশের সাথে একই পাতে কিছু টেংরা মাছও আছে । তিনি তাই নিলেন ।

 

বউ দ্যাখে চোখ কপালে তুলে বলল , এগুলা কি ?

তিনি বললেন , ইলিশের ভাই বেরাদর

মানে ? এগুলা তো ইলিশ মনে হচ্ছে না

ইলিশ হলেই তো মনে হবে । এগুলা নিয়ু হিলশা টেংরা । দারুন ফ্লেবার

কুসুম বলল , এগুলা তুমিই খাবা , তোমার ফ্লেবার দরকার

সে রাতে আরিফ সাহেবের টেংরা মাছে সাথে ঝোল খেতে হল । লবনের দিকে হাত বাড়াতেই কুসুম বলল , লবন নিবে না ।

ইলিশের ফ্লেবারে লবন থাকারই কথা ।

------------------------------------------------------------

২. নিলয় দাশের একটা গান খুব মনে পড়ছে , সেই যে চলে গেলে - কতো যে খুঁজেছি তোমায় , অকারন অস্রুজলে ..

 

 

 

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ