তাকেই খুঁজি (মুজিব পর্ব-০৪)

শামীনুল হক হীরা ২ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ০৯:১১:১০অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

আমি তাকেই খুঁজি, আমি তাকেই খুঁজি!!!
যার অপেক্ষায় লাখো লাখো জনতা রোদে
পোড়াচ্ছে দেহ,
ঘামে ভেজাচ্ছে রেসকোর্স ময়দান-
তবু কেউ হচ্ছেনা বিরক্ত,
যার মুখটা দেখে তৃপ্তি লাভের আশায় ৭ই মার্চে
সত্তর বছরের বৃদ্ধও গাছে উঠে হাসি খুশীতে
করতে পারে মনোবল শক্ত।
তাকেই খুঁজি যে জীবনের মায়া ত্যাগ করে
হাজার স্বপ্ন বুকে ধরে জনতার সামনে
হাজির হয় আর মায়াময় মুখে বলে-
"ভাইয়েরা আমার-আজ দুঃখ ভারাক্রান্ত মন
নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি"

 

তাকেই খুঁজি যার জন্য মানুষ কষ্টকে মনে
করে বাতাসে উড়া ধুলো,
পেটের ক্ষুধাকে মনে করে মায়াবী মিষ্টি
রোদের ঝিলিক,
আর অপেক্ষার প্রহর শেষ করে চাঁদনী রাতে
স্বর্গ দেখার মধ্য দিয়ে।
আমি তাকেই খুঁজি,আমি তাকেই খুঁজি!!!

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ